
বিস্তারিত:
গত বছরের উত্তাল জুলাই। চারপাশে ছিল শুধু ধোঁয়া, রক্ত আর কান্নার শব্দ। সেই রক্তাক্ত দুপুরে আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়েছিলেন তরুণ যোদ্ধা সাকিব। ঝাঁঝরা হয়ে গিয়েছিল তার চোখ। জীবন থেমে যায়নি, সাকিবও থেমে থাকেননি। আট মাস ধরে এক অসম লড়াই চালিয়েছেন তিনি — চিকিৎসার বিছানায় শুয়ে, প্রতিটি মুহূর্তে দৃষ্টির আলো ফিরে পাওয়ার প্রার্থনায়।
কিন্তু ভাগ্য নির্মম। সব চিকিৎসা, সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে নিভে গেল তার চোখের আলো। ডাক্তাররা জানান, সাকিবের ডান চোখ আর কখনোই দেখবে না এই পৃথিবী।
সাকিবের কণ্ঠে এখনো ভয় নেই, আক্ষেপ নেই — আছে শুধু এক অনঢ় অঙ্গীকার। তিনি বললেন, “একটা চোখ হারালাম ঠিকই, কিন্তু আমার বিশ্বাস হারাইনি। দেশের জন্য, শহীদ ভাইদের জন্য, স্বপ্নের জন্য আমার লড়াই চলবেই।”