
বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহীম খান ও তার সহযোগীর পদত্যাগের দাবিতে আজ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন এবং অবিলম্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার সহযোগীকে অপসারণের দাবি জানান।
অন্যদিকে, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্কাউটসের সমাপনী অনুষ্ঠানে আওয়ামী ফ্যাসিবাদের ‘জয় বাংলা’ গান বাজানোয় জেলা প্রশাসক সাইফুল ইসলাম অনুষ্ঠানস্থল ত্যাগ করায় পুরো জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরপরই বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের এই মানববন্ধন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর, সাধারণ সম্পাদক প্রফেসর আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ মোস্তফা, যুবদল নেতা মোহাম্মদ হারুন, মৎস্য দলের সভাপতি আলমগীর হোসেন মীর্জা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুবদল নেতা মোহাম্মদ এমরান এবং ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন রিয়াদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।