
ফেনী, ২৯ এপ্রিল — চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় দৈনিক ফেনীর সময় পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজ। মঙ্গলবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদল নেতা জিল্লুর রহমানের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “গণমাধ্যমের কণ্ঠরোধের এই অপচেষ্টা শুধু একজন সাংবাদিককে নয়, গোটা সমাজকেই হুমকির মুখে ফেলছে।” তারা বলেন, সাংবাদিক আরিফ আজমের প্রকাশিত প্রতিবেদনে ছাত্রদল নেতা জিল্লুর রহমানের চাঁদাবাজির প্রমাণসহ তথ্য প্রকাশিত হলে, ওই নেতা ক্ষিপ্ত হয়ে তাকে ফোনে হত্যার হুমকি দেন।
মানববন্ধনে ফেনী প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, “এই ঘটনা সাংবাদিক সমাজকে স্তব্ধ করার একটি চক্রান্ত, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তাঁরা দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।