
সিগন্যালহীন জনপদ: অচল ৫ হাজারের বেশি টাওয়ার
– রিপোর্টার ডেস্ক
ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর তাণ্ডবে দেশের উপকূলীয় ও আশপাশের এলাকায় মোবাইল টেলিযোগাযোগ সেবায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ হয়ে পড়েছে। ফলে লাখো গ্রাহক এখন সিগন্যালহীন অবস্থায়, নেটওয়ার্ক বিচ্ছিন্নতায় ভুগছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, সারাদেশে প্রায় ২২ হাজার মোবাইল টাওয়ারের মধ্যে ৪৯ শতাংশ টাওয়ার বর্তমানে অচল অবস্থায় আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা, বরগুনা, পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলগুলো।

 
																								 














