🖋️ প্রতিবেদক: নাগরিক24 নিউজ ডেস্ক, ফেনী
ফেনীতে চলতি বর্ষা মৌসুমে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ০৭ জুলাই সোমবার রাত ৫ টা থেকে মে মঙ্গলবার বেলা ১১ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়ায় ১৫৯ মিলিমিটার, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের উপর দিয়ে অতি ভারী বর্ষণ প্রবাহিত হয়। এর প্রভাবে ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা, ফুলগাজী, পরশুরামসহ অধিকাংশ উপজেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়।